শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২২ সালে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ সোমবার সকাল ৯টায় উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী।
ফিল্ড সুপারভাইজার আবুল ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন জ্ঞান চর্চার পাশাপাশি উন্নত চরিত্র গঠনে মনোযোগী হওয়ার জন্য কৃতী শিক্ষার্থীদের প্রতি আহবান
জানান। অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদেরকে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই উপহার হিসেবে প্রদান করা হয়।
ভয়েস/আআ