মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহি জাহাজ চলাচল শুরু কাল

বিশেষ প্রতিবেদক:
আগামীকাল  শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহি ২টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। অনুমতি পাওয়া জাহাজগুলো হলো- এমভি রাজহংস এবং এমভি পারিজাত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় জাহাজ চলালের অনুমতি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান কক্সবাজার ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিদ্ধান্তক্রমে পরীক্ষামূলক  আপাতত দুটি জাহাজকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে কিছু শর্তও দেয়া হয়। সেন্টমার্টিন থেকে জাহাজগুলো নিরাপদে ফিরে আসার পর অনুমতি সাপেক্ষে বাকি যাত্রীবাহি জাহাজগুলো চলাচল করতে পারবে।’
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ কক্সবাজার ভয়েসকে বলেন, ‘এমভি পারিজাত ও এমভি রাজহংস পরীক্ষামূলকভাবে অনুমতি পেয়েছে। জাহাজটি দুটির একটিতে ৫২৫ জন এবং অপরটি ৪১০ জন যাত্রী ধারণের ক্ষমতা সম্পন্ন। শুক্রবার জাহাজগুলো নিরাপদে ফিরে আসলে শনিবার থেকে অনুমতি পাওয়া জাহাহগুলো যেতে আর কোনো সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘তেলের দাম বৃদ্ধি হওয়ায় টিকিটের মূল্য আগের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫০-২০০ টাকা বাড়ানো যেতে পারে। পরে তেলের দাম কমলে টিকিকের মূল্যও কমানো হবে।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল কক্সবাজার ভয়েসকে বলেন, ‘পর্যটন মৌসুমের আর মাত্র ২ মাস সময় বাকি আছে। এই ২ মাসে আমরা পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ করে আনন্দ দিতে চাই। টেকনাফ-সেন্টমার্টিনে অনেক শিক্ষার্থী ভ্রমণ করে। আবার অনেক অসচ্ছল লোকজনও সেন্টমার্টিন ভ্রমণ করতে চাই। জাহাজ মালিকদের আমরা অনুরোধ করবো যারা অক্ষম তাদের টিকিট মূল্যে বিবেচনা করতে। সর্বোপরি আমরা আশা রাখছি পর্যটকরা নিরাপদে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে।’
দীর্ঘদিন ধরে বন্ধ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যসংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION