শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরছে জেলেরা

আবদুল আজিজ :
দীর্ঘ ৬৫দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে জেলেরা। একারণে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছে জেলেরা। গত দুইদিন ধরে যে সব জেলে কক্সবাজার উপকূলে ফিরেছে তাদের প্রত্যেকেই ট্রলার ভর্তি মাছ নিয়ে এসেছে। ইলিশের পাশাপাশি জেলেদের জালে ধরা পড়ছে সুরমা, লাল পোয়া, রূপচাঁদাসহ নানা প্রজাতির মাছ।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার আহসানুল হক কক্সবাজার ভয়েসকে বলেন, ‘নিষেধাজ্ঞার পর কক্সবাজারের সব জেলে সাগরে মাছ ধরতে গেছে। আশা করা হচ্ছে জেলেরা মাছ ধরা শেষে কূলে ফিরে আসলে বুঝা যাবে কি পরিমাণ মাছ ধরা হয়েছে। তবে প্রথম দিনে ১৬ মেট্রিক টন মাছ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে। চলতি বছর ৯ হাজার মেট্রিক টন মাছ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্রে গিয়ে দেখা যায়, ‘সাগরে মাছ ধরে কিছু কিছু জেলে উপকুলে ফিরে আসছে। এসব ট্রলারের প্রতিটিতে ইলিশ সহ নানা প্রজাতির মাছের স্তুপ। যারা সপ্তাহ বা ১০ দিনেরও বেশী সময়ের জন্য মাছ ধরতে গেছে তাদের মাছ বেশী পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাছ ধরে কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্রে ফিরে আসা জেলে সামশুল আলম কক্সবাজার ভয়েসকে জানান, ‘শনিবার রাত ১২টার পরে সাগরে গিয়ে মাছ ধরতে শুরু করি। দুই মাস পর সাগারে গিয়ে মাছ ধরেছি। অনেক মাছ পেয়েছি। অনেক খুশি লাগছে।’

এফবি শাহরিয়া নামের ফিশিং ট্রলারের মাঝি হুময়ায়ূন কাদের বলেন, ‘সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আশা করেছিলাম বেশি মাছ পাবো। অবশেষে তাই হয়েছে। গত রাতে সাগরে গেলাম। জাল তুলে দেখি ঝাঁকে ঝাঁকে ইলিশ। দেখে অনেক খুশি হলাম। পরিবারের টাকা পাঠাতে পারবো তাই আরো বেশি খুশি লাগছে।’

ফিশারি ঘাটের ব্যবসায়ী সৈয়দ হোসাইন কক্সবাজার ভয়েসকে  বলেন, ‘ইলিশের সাইজ অনুযায়ী বিভিন্ন দামে আমরা মাছ কিনছি। তবে ছোট সাইজের মাছ নেই। বড় সাইজের মাছ দেখা যাচ্ছে। এগুলো কেজিতে ১১০০-১২০০ টাকা পর্যন্ত ক্রয় করছি। মণ হিসেবে ৪০ হাজার থেকে ৪৫ হাজার। আর গণনা করে নিলে ১০০ ইলিশের দাম ১৬ হাজার থেকে ১৭ হাজার টাকায় ক্রয় করছি আমরা। বেশি মাছ পাওয়া গেলে দাম একটু কমবে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান কক্সবাজার ভয়েসকে বলেন, ‘নিষেধাজ্ঞার পরে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে অনেক ট্রলার সাগরে মাছ ধরতে গেছে। তারা কাঙ্খিত পরিমাণ মাছও পেয়েছে। তাদের মাঝে খুশি বিরাজ করছে।’

তিনি আরো বলেন, ‘সাগরে মাছ ধরায় সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা ২০১৫ সাল থেকে শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞার করণে সাগরে মাছের ঘনত্ব বেড়ে যায়। ফলে অনেকদিন পর সাগরে জাল ফেলে বেশি মাছ পাওয়া যায়। আশা রাখি সামনের দিনগুলোতে বেশি পরিমাণে মাছ পাবেন জেলেরা।’

দীর্ঘ ২মাসের বেশী সময় ধরে সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠায় কক্সবাজার জেলে পল্লী গুলো সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলে পরিবারে দেখা দিয়েছে হাসির ঝিলিক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION