বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

ভয়েস নিউজ ডেস্ক:

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার হোসেন(৩০) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আমতলী ৮নং ওয়ার্ডের এলাকার আবদুস সালামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা আশারতলী সীমান্ত পিলার ৪৪/৪৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ওপার থেকে গরু আনতে যান আনোয়ার । সেখানে মাইন বিস্ফোরণে ডান পায়ে ক্ষতবিক্ষতসহ শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়। আহত আনোয়ার বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি শুনেছেন।

গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION