শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাচ্চার মুখের রুচি ফেরাতে কি করবেন?

লাইফস্টাইল ডেস্ক:
কখনও ঠান্ডা, আবার হঠাৎ গরম। আবহাওয়ার এই পরিবর্তনে বাচ্চাদের জ্বর, সর্দি-কাশি লেগেই আছে। একেতো অধিকাংশ বাচ্চা খেতে চায় না, তার উপরে অসুস্থতার কারণে খাবারে অরুচি জন্মায়। কিন্তু খেতে না পারলে পুষ্টিহীন শরীর রোগের সঙ্গে লড়াই করার শক্তিও পায় না। তাই সন্তানের খাবারে সব সময় বিশেষ নজর দিতে হয়।

অসুখের পর-পরই মুখের রুচি ফেরাতে বাচ্চার খাবারের তালিকায় পরিবর্তন আনা উচিৎ।

কী পরিবর্তন আনতে হবে?

১. ডিম সিদ্ধ না দিয়ে এগ রোল বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাকে (তিন বছরের বেশি বয়স হলে)।

২. রোগে ভুগলে মাছের প্রতি অনীহা জন্মায়, তাই তৈরি করে দিন মাছের টিকিয়া বা চপ।

৩. চিকেন স্যান্ডুইচ দিতে পারেন। আর চিকেন স্টু বানালে তাতে সবজি ও মাখন যোগ করুন।

৪. আলুর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। তাই বাচ্চার ওজন কম হলে প্রতিদিনের খাবারে আলু রাখতে পারেন। স্বাদ আনতে আলুর পরোটা দিতে পারেন।

৫. ভাত, রুটি খেতে না চাইলে নানা রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিন। ডিম দিয়ে সিদ্ধ মুগডালের খিচুড়িও রুচি ফেরায়।

৬. একমাত্র মরিচ ছাড়া যে কোনও মশলা বাচ্চার রান্নায় মেশাতে পারেন। এতে খাবারে স্বাদ আসবে।

৭. নানা ধরনের সবজি সিদ্ধ একটু মশলা দিয়ে পরিবেশন করতে পারেন। চিঁড়া সিদ্ধর বদলে চিঁড়ার পোলাও দিন।

৮. দু’ বছরের বেশি বয়সি বাচ্চাদের লুচিও দিতে পারেন।

৯. বিভিন্ন ফল দিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে দিন। বাচ্চা কিছুই খেতে না চাইলে আইসক্রিম দিয়ে মিল্ক শেক বানিয়ে দিন। আইসক্রিমের মধ্যে দুধ ও মৌসুমি ফল দিয়ে শেক বানান। এই সময়ে বাচ্চারা একটু তরল খাবারের প্রতি আগ্রহ দেখায়। মিল্কশেক কাজে দেবে। ক্যালরিও পাবে। অসুখের সময় বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই প্রয়োজনও মিটবে।

১০. বাচ্চার ফরমুলা ফুডে কলা, আপেল মেশাতে পারেন। দুধ পছন্দ না হলে, কাস্টার্ড বা রায়তা দিতে পারেন।

১১. বাচ্চাকে সুস্বাদু খাবার খাওয়াতে গিয়ে দোকানের কেনা নয়, বাড়িতে বানানো খাবার খাওয়াবেন। সঙ্গে বাচ্চাদের খেলাধুলোর মধ্যে রাখুন। এতে খিদে পাবে, হজমও হবে ভাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION