শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ কৃষক অপহরণ মামলার আসামি দেলোয়ার হোসেন দেলু গ্রেফতার নৌকা তল্লাশি করে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী চট্টগ্রামের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ দুর্নীতি: প্রাথমিক শিক্ষক নিয়োগে চুক্তি ১৪ লাখ টাকায়, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ , অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় শুটিং করাটা জীবনের বিচিত্র অভিজ্ঞতা আরও ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি কক্সবাজার থেকে বিজিপির ২৮৮ সদস্যকে মিয়ানমারে ফেরত

সরকারকে হটাতে হলে একটি গণঅভ্যুত্থানের প্রয়োজন: খন্দকার মোশাররফ

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে শিগগিরই গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকারকে হটাতে হলে একটি গণঅভ্যুত্থানের প্রয়োজন আছে। গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সমস্ত পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হয়। অতি দ্রুত বাংলাদেশ এই গণঅভ্যুত্থান হবে। সবাই যার যার অবস্থান থেকে এতে অবদান রাখবে।

মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার দেশের কোনোকিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনও অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা নতুনভাবে তা সাজাতে পারবে না কখনোই। তাদের যত দ্রুত বিদায় করা যাবে তত দ্রুত জাতি ও দেশের কল্যাণ হবে।’

বিগত ১৪ বছরে স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের এ দুরবস্থা হয়েছে মূলত দলীয়করণের ফলে। এর ফলে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ আবার দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করে। এতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। জনগণের প্রতি সরকারের কোনও দায়বদ্ধতা নেই।’

সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের বিষয়ে নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘একটা সার্কুলার বেড়িয়েছে– আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকাল ৩টার পর থেকে ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবে। দলীয় লোকদের পকেট ভারী করতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে জনগণের কোনও কাজ হবে না।’

আলোচনা সভায় বিএনপির আহ্ববায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘১০ দফা দাবির প্রথম দফা হলো নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। এজন্য শেখ হাসিনা ভয় পাচ্ছেন। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত নন। তার এমপি-মন্ত্রীরা অনির্বাচিত। তারা স্বেচ্ছায় বের না হলে জনগণ আগামীতে অনির্বাচিত এই এমপিদের সংসদ থেকে বের করে নিয়ে আসবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে শেখ হাসিনার অধীনেও নির্বাচন হবে না। তার অধীনে নির্বাচন হলে ভোট চুরি হবে। সেখানে জনগণের সরকার কায়েম হবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সঞ্চালনা করেন ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালাম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION