বুধবার, ০৯ Jul ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ জাফরকে (৪০) আটক করেছেন এপিবিএনের সদস্যরা। বুধবার (০৩ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ঘটনাটি ঘটেছে।
নিহত মোবারাজান (৩৫) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে জাফর ও মোবারাজান দম্পতির ঝগড়া হয়েছিল। দুই জনে ঘুমিয়ে পড়লে ভোরে জাফর তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যান। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জাফরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ