ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশ্যে ৭টি বাসে করে আরও ২৫৭ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন। আজ বুধবার দুপুর ১১টার দিকে উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে এসব রোহিঙ্গাদের ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাস। পর্যায়ক্রমে সপ্তম দফায় দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গা ভাসানচরে নিয়ে যেতে প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকে অন্তত দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদেও উখিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদের জমায়েত করা হয়। এটি হচ্ছে সপ্তম দফায় ভাসানচরে যাওয়ার প্রক্রিয়া।
এ বিষয়ে কোন দায়িত্বশীল সংস্থা সাংবাদিকদের কোন ধরণের তথ্য না দিলেও স্থানীয় একাধিক সুত্র জানিয়েছেন, এবার উখিয়াসহ বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যেতে স্বেচ্ছায় রাজি হওয়া দেড় হাজারের বেশি রোহিঙ্গাকে তালিকা অনুযায়ী স্থানান্তর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১১টার দিকে উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশ্যে ৭টি বাসে করে আরও ২৫৭ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন। এসব রোহিঙ্গাদের দায়িত্বে দুটি আইনশৃংখলা বাহিনীর গাড়ি ও একটি এ্যাম্বুলেন্স রয়েছে। চট্টগ্রামে পৌছেই আগামীকাল চট্টগ্রাম থেকে নৌ-বাহিনীর বিশেষ জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে ‘আরআরআরসি’ কার্যালয় থেকে জানা গেছে, এবারের সপ্তম দফায় ১৮০০ থেকে ২ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের টার্গেট রয়েছে। এর আগে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.