প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২১, ১১:১১ পি.এম
অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা ৩ সন্ত্রাসী আটক

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রাজাপালংয়ের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২টি তাজা কালো রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটকরা হলেন, ৪নং ক্যাম্প, ব্লক-ই/১৫ এর সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), একই ক্যাম্পের ব্লক-ই/১৪ এর মৃত আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ আয়াছ (২২) ও ক্যাম্প ২/ইস্ট, ব্লক-ই এর আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)
এসপি নাইমুল হক জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু সন্ত্রাসী মধুরছড়া ক্যাম্পে অস্ত্র সহ অবস্থান করছে। এ সংবাদে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আয়াছ ও আয়াত উল্লাহকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ট্রিগার এবং ফায়ারিং পিন যুক্ত দেশীয় তৈরি ১টি পুরাতন সচল এলজি, ২টি তাজা কালো রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.