প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২২, ৬:২৫ পি.এম
রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরের পথে আরো ৪৮৩ পরিবারের ১২৮৮ জন রোহিঙ্গা

ভয়েস প্রতিবেদক:
উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা দিয়েছে ৪৮৩ পরিবারের আরো ১২৮৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ। রবিবার ৩০ জানুয়ারি দশম পর্যায়ে দুই পর্বে ৩০টি গাড়ীর বহরে এসব রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামের পথে রওনা দেয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্ব পালনকারী ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান আজ রবিবার প্রথম দফায় দুপুর ২ টার দিকে ১৪টি বাসে করে ১ম পর্বে ৭১৮ জন রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। একই দিন বিকেলে ৫টার দিকে ২য় পর্বে আরো ১৬টি বাস এবং অতিরিক্ত বাস, এ্যাম্বুলেন্স, কার্ভাড ভ্যান ও পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ৫৭০ জন রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আজ বুধবার দুই দফায় মোট ৪৮৩ পরিবারের ১২৮৮ জন রোহিঙ্গাকে ৩০ টি গাড়ীর বহরে চট্টগ্রামের পথে রওনা হয়। আজ রাতে এসব রোহিঙ্গা চট্টগ্রামের নৌ বাহিনীর তত্বাবধানে থাকবে।
সেখান থেকে আগামীকাল সকালে নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাস কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান ইতিপূর্বে ৯ম দফায় ভাসান চরে নির্মিত আশ্রয় শিবিরে ১৯ হাজার ৬৬২ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছিল। এনিয়ে আজ পর্যন্ত মোট ২০ হাজার ৯৫০ জন রোহিঙ্গা ভাসান চরে স্থানান্তর করা হয়েছে। ভাসানচরে মোট এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.