প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ২:৪৭ পি.এম
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র সহ এক রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরী অস্ত্রসহ ১ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো কামরান হোসেন আজ শুক্রবার দুপুরে এক প্রেস রিলিজ দিয়ে জানান আজ শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে মোস্তাক (২৭) নামের এক রোহিঙ্গাকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করে ৮ এপিবিএন সদস্যরা। সে ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে।
তিনি জানান, আটক মোস্তাকের বসতঘরে তল্লাশি করে তার বেডের তোষকের উপর বালিশের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ওয়ান শুটার গান যা লম্বায় এক ফুট এক ইঞ্চি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামিকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহম্মদ সনজুর মোরশেদ বলেন,হস্তান্তরকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.