প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সংগঠণ সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার আয়োজনে আগামি ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শরৎ উৎসব। যে উৎসবে প্রগতিশীল সমাজ বির্নিমার্ণের চিন্তা-চেতনার মানুষদের মিলন মেলা ও প্রাণের বন্ধন ঘটবে।
কক্সবাজারেরর ঐতিহ্যবাহি পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে পালিত হবে এই শরৎ উৎসব। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা খেলাঘরের সহযোগিতায় আয়োজিত উৎসব আয়োজনের এক প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, নাট্যজন তাপস রক্ষিত, নাট্যজন স্বপন ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল বিশু, সংস্কৃতিজন পরেশ কান্তি দে, কবি আসিফ নুর, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, সাধারণ মনির মোবারক, কবি সাংবাদিক নুপা আলম,, সাংবাদিক নেছার আহমদ, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক জুয়েল কুমার ধর, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো: আবছার, সংস্কৃতিজন নুপূর বড়ুয়া,কক্সবাজার আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজুল কবির, খেলাঘরিয়ান ওয়াহিদ মুরাদ সুমন, অন্তিক চক্রবর্তী, সায়ন্তন ভট্টাচার্য, রাহুল মহাজন সহ আরো অনেকে।
সভায় জেলার সকল শিল্পীদের সক্রিয় অংশগ্রহণে একটি জাঁকজমকপূর্ণ শরৎ উৎসব আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.