ধর্ম ডেস্ক:
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন, আর ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
দেশটির সুপ্রিম কোর্টের তথ্য বলছে, পবিত্র হজ ১৫ জুন পালিত হবে। আর কুরবানি হবে ১৬ জুন।
জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।
এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সভা থেকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.