ভয়েস নিউজ ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি দুর্যোগময় সময়ে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা-ঘাট পরিষ্কার ও দেয়ালে গ্রাফিতি আঁকছে। তারা দেশের জন্য ভূমিকা রাখছে। মাঠে কাজের জন্য তাদের মূল্যায়ন করা হবে, উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করবো, যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, রাস্তা-ঘাট ও অলিগলি পরিষ্কার করে দেওয়াগুলোতে গ্রাফিতি আঁকছে, তাদের তালিকা করে পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হোক। চাকরির ক্ষেত্রে এই সনদের যেন মূল্যায়ন হয়।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো, হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় আমার গাড়িও ধরেছে। তারা আমার গাড়ি থামিয়ে বলেছে, পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলছে, পতাকা থাক আর যাই থাক, গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো, না স্যার আপনি চলে যান। যেটা পুলিশ করতে পারতো না; সেটা তারা করছে। তারা কোনও চাঁদা নেয় না। কোনও দোকানে গিয়ে বলে না খাবার দাও। এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.