রাজু আহমেদ:
ভুল স্বীকার করলে অপরাধ কমে। পাপও কমে। কিন্তু কেউ যদি ভুল করেও ভুল স্বীকার না করে তবে সে দুনিয়াতে শাস্তি পায়। কিন্তু পাপ কমে না। পাপের শাস্তি পরকালে। দুনিয়াতে কেবল ভুলের শাস্তি হয়। ভুলের নিশ্চয়ই মাত্রাভেদ আছে। তবে প্রায়শ্চিত্ত করার, অনুতপ্ত হওয়ার বোধ সব মানুষের মধ্যেই উপস্থিত থাকা উচিত। মানুষ হত্যা করা কিংবা চুরি করা এই দুই অপরাধের দণ্ড নিশ্চয়ই এক রকম নয়। যখন অপরাধ করে কেউ ক্ষমা চায় তখন তার প্রতি মানুষের অন্তত দয়া বাড়ে। কিন্তু ভুল করেও যারা ভুল স্বীকার না করে ভুলের ওপর অবিচল থাকে তারা ভবিষ্যতে আরও বড় ভুলের গোড়া পত্তন করবে। আরও বেশি অপরাধে জড়াবে। দুজনের মধ্যে পারস্পরিক ভুল কিংবা গোটা মানবগোষ্ঠীর বিরুদ্ধে ভুলের ক্ষেত্রে আত্মিক অপরাধবোধ জাগ্রত থাকা জরুরি। বিবেক পচে যাওয়া, মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলা মানুষগুলোই কেবল ভুল করেও সেই ভুলের ওপর স্থির থাকতে পারে। ভুল মানুষের ক্ষয় নিশ্চিত করে। তবে ভুলের পর অনুশোচনা অপরাধ কমায়। ভুল থেকে তওবা করে না ফিরলে ভুলই একদিন আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। সুতরাং ভুল করা থেকে, ভুল অস্বীকার না করা থেকে এবং ভুলে ভুলে জীবন না গড়া থেকে সতর্ক হন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.