শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামুতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার সাহাব উদ্দিন নিহত

ভয়েস প্রতিবেদক:

রামু খুনিয়াপালং এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১টার দিকে খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী সাহাব উদ্দিন জীবন (৪৫) কক্সবাজারের উখিয়ার হলুদিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের বত্তাতলী এলাকার বাসিন্দা এবং মৃত কাশেম আলীর ছেলে। তিনি দীর্ঘ ২২ বছর ধরে সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন এবং মৃত্যুর পূর্বপর্যন্ত দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় কক্সবাজারগামী একটি বেপরোয়া গতির ট্রাক টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের সিটে বসা সাহাব উদ্দিন জীবনের মাথা পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত চালকসহ বাকি যাত্রীদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে, যা প্রায় তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রাখে। পরে রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে।

ঘাতক ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর: চট্টগ্রাম মেট্রো-ট ১১-৪৬৯৪, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর: কক্সবাজার-থ ১১-৯৭৫৯, দুটি যানবাহন বর্তমানে রামু ক্রসিং হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION