খেলাধুলা ডেস্ক:
সেন্ট কিটসে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানার দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৪ রান। জ্যোতির ১২০ বলে ৬৮ রানের ইনিংস দলের জন্য মজবুত ভিত গড়ে দেয়। জবাবে ক্যারিবিয়ান নারী দল গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।
বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রেখেছেন বোলাররা। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ছিলেন দলের সেরা বোলার, ৩৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট। পেসার মারুফা আক্তারও নিয়েছেন ২ উইকেট।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক দল। তৃতীয় ওভারে মারুফা আক্তার আঘাত হানেন, কিয়ানা জোসেফকে ফিরিয়ে। এরপর বিপজ্জনক হেইলি ম্যাথিউসকে থামান নাহিদা। ডানড্রা ডটিনকেও দ্রুত বিদায় করেন মারুফা।
উইকেটরক্ষক ব্যাটার শেমাইন ক্যাম্পবেল কিছুটা লড়াই করলেও তার ২৮ রানের ইনিংস থামিয়ে দেন নাহিদা। এরপর ক্যারিবিয়ানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। মাত্র ৫৬ রানেই ৩ উইকেট হারিয়ে দল পড়ে বিপদে। তবে অধিনায়ক জ্যোতি ও সোবহানা মুশতারি ৫১ রানের জুটি গড়ে দলকে সামলে নেন।
মুশতারি ২৩ রান করে আউট হলে দ্রুত ফিরে যান ফাহিমা খাতুনও। তবে জ্যোতি লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে। স্বর্ণা করেন ২১ রান। জ্যোতি শেষ পর্যন্ত ৪৯তম ওভারে আউট হন। তার ৫ চার সমৃদ্ধ ৬৮ রানের ইনিংসেই দল সংগ্রহ করে লড়াইয়ের উপযুক্ত স্কোর।
জয়ের ভিত গড়ে দেওয়া এই পারফরম্যান্স বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন রূপ নিয়েছে ফাইনালে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.