বিনোদন ডেস্ক:
গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত নাটক ছিলো ‘মন দুয়ারী’। দুই মাসের মাথায় গত ঈদে মুক্তি পেয়েছে একই টিমের নতুন নাটক ‘মেঘবালিকা’। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হিসেবে ফের মুগ্ধতা ছড়ালেন নাটকের নতুন জুটি অপূর্ব-নীহা।
‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪০ লাখের বেশি দর্শক।
অনেকেই বলছেন, পর পর দুই নাটকে অপূর্ব-নীহা যেমন মুগ্ধতা ছড়ালেন, তাতে করে ইন্ডাস্ট্রিতে মজবুত এক রোমান্টিক জুটির আবির্ভাব ঘটেছে। যার সফল স্রষ্টা নাট্যকার ও নির্মাতা জাকারিয়া সৌখিন।
জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরেছেন। দর্শক সেটা পছন্দ করছেন। এটা আমার জন্য অনেক ভালোলাগার।’
অপূর্ব বলেন, ‘এটা ভালো গল্পের একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আর নীহা ভালো অভিনয় করেছেন। এখন তার যে টাইপের চরিত্রে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের চরিত্র পেয়েছেন। সবমিলিয়ে দারুণ একটি নাটক। দর্শকদের সাড়া পেয়ে ভালো লাগছে।’
এদিকে নীহা বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। চারপাশ থেকে তুমুল প্রশংসা পাচ্ছি, আরাম পাচ্ছি।’
‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.