ভয়েস প্রতিবেদক
প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুচ ও বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তাসনিম জারাকে নিয়ে আপত্তিকর, দৃষ্টিকটু এডিটেড ফটোকার্ড ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী মেকানিক রেজাউল করিম কাজলকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর। রেজাউল মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাগুনার ১ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসলামের পুত্র।
সে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক পদে কর্মরত ছিল।
জানাযায়, গতকাল তার ফেসবুক ফেইজ আইডি জবলধঁষ শধৎরস শধলড়ষ থেকে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুচ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী তাসনিম জারাকে নিয়ে খুবই আপত্তিকর মন্তব্যসহকারে এডিটেড ফটোকার্ড শেয়ার করে। যেটি সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যার কারণে সরকারি কর্মচারী হয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রেজাউলকে বরখাস্ত করা হয়।
[caption id="attachment_79565" align="alignnone" width="300"] রেজাউল করিম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সাথে । সংগৃহীত ছবি[/caption]
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম সার্কেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্ববধায়ক প্রকৌঃ মোঃ আলী আজগর স্বাক্ষরিত ৮ জুলাই অফিসের আদেশ সূত্রে (স্মারক নং:- ৪৬.০৩.১৯০০.০১১.১৯.৬১৩ (পি).২৫-১৪) জানাযায়, মোঃ রেজাউল করিম, মেকানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মহেশখালী উপজেলা, কক্সবাজার বিধি মোতাবেক সরকারী কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তার আদেশ ও নির্দেশনা পালনের কথা থাকা সত্বেও নিজ কর্মস্থলে বিশৃংখলা সৃষ্টি করায় সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর পরিপন্থী এবং সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক অসদাচণের আওতাভূক্ত ও শাস্তিযোগ্য অপরাধ করায় এবং কর্তৃপক্ষের আদেশ অমান্য করে নিজ কর্মস্থলে বিশৃংখলা সৃষ্টি করার কারণে প্রশাসনিক স্বার্থে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর পরিপন্থী এবং সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক অসদাচণের আওতাভূক্ত ও শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করার দায়ে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
[caption id="attachment_79564" align="alignnone" width="236"] বরখাস্তের আদেশের কপি[/caption]
মহেশখালীর বাসিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিয় সেল সম্পাদক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যুগ্ম-সদস্য সচিব ছাত্র নেতা শাহরিয়ার ইয়ামিন বলেন, তাসনিম জারা ২৪ শের গণঅভুত্থানের একজন দেশের প্রধান সারির সম্মুখযোদ্ধা। জীবনবাজি রেখে এদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাঁকে নিয়ে কটুক্তি মেনে নেয়া যায়। তিনি আশা প্রকাশ করেন রেজাউলকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার পর যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বরখাস্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
বরখাস্তের অফিস আদেশ হাতে পেয়েছেন স্বীকার করে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে বলেন, মেকানিক রেজাউল করিমের বরখাস্তের আদেশ কপি হাতে পেয়েছি। তাকে সাময়কি বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। এটা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সে কোন ধরণের অফিসের সাথে সংশ্লিষ্ট থাকবেনা।
এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্যাহ বলেন, জনস্বাস্থ্যে প্রকৌশল অধিপ্তরের রেজাউল করিম কাজলের বরখাস্তের বিষয়টি সঠিক। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগী মামলাও হচ্ছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.