ভয়েস নিউজ ডেস্ক:
ফরিদপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে এসে স্বামী-স্ত্রী ও তাদের জামাতাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে স্থানীয় দুই দালালকেও।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর শহরের কমলাপুর চাঁদমারির পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন—আব্দুল ছোবহান (৬০), তার স্ত্রী হাসিনা বেগম (৫৭) এবং তাদের জামাতা তৈয়বুর (২৯)। আটক দালালরা হলেন—কমলাপুর এলাকার রাশেদ খান (২৮) ও সিয়াম আহম্মেদ (২৭)।
আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া এনআইডি দুটি কক্সবাজার পৌর এলাকার ঠিকানায় ইস্যু করা হলেও সেগুলো ভুয়া বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভুক্তভোগী তৈয়বুর জানান, ৫০ হাজার টাকার বিনিময়ে তার শ্বশুর-শাশুড়ির পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালালরা তাদের ফরিদপুরে নিয়ে আসে। কিন্তু পরে আরও দেড় লাখ টাকা দাবি করে মারধর করে। তিনি দৌড়ে পাসপোর্ট অফিসে আশ্রয় নিলে আনসার সদস্যরা তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
ফরিদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক নাইমুজ্জামান বলেন, আনসার সদস্যরা ঘটনার পর রোহিঙ্গা ও দালালদের পুলিশে সোপর্দ করেছেন।
কোতোয়ালি থানার এসআই আহাদুজ্জামান জানান, ভুয়া তথ্য দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.