মকছুদুর রহমান, মহেশখালী:
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশের ন্যায় মহেশখালী উপজেলায়ও বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহফুজুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে ২০২৫ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তারা হলেন:
মোঃ সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক (শাপলাপুর) – দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ – শ্রেষ্ঠ ইউনিয়ন।
রোকসানা খানম, পরিবার কল্যাণ সহকারী (কুতুবজোম)।
মোঃ মোশাররফুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (শাপলাপুর)।
বৃষ্টি দে মুন্নি, পরিবার কল্যাণ পরিদর্শিকা (বড় মহেশখালী)।
শাপলাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র – শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
অনুষ্ঠানে বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাফল্য অর্জনকারীদের প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.