খেলাধুলা ডেস্ক:
ক্যারিয়ার প্রায় শেষের পথে, রাজনৈতিক কারণে দেশছাড়া হয়েছেন অনেকদিন আগে, তাকে ঘিরে বিতর্কের শেষ নেই; অথচ জনপ্রিয়তাতেও সেই সাকিব আল হাসানের ধারেকাছে কেউ নেই। এ যুগে অনেকক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার অনুসারীর সংখ্যাকে জনপ্রিয়তার মানদণ্ড হিসেবে ধরা হয়। অফলাইন বাদ দিয়ে শুধু অনলাইনের অনুসারী হিসাব করলেও সাকিবের ধারেকাছে অন্য কেউ নেই।
মারমুখী সূর্যবংশীকে আউট করলেন মাইকেল ভনের ছেলেমারমুখী সূর্যবংশীকে আউট করলেন মাইকেল ভনের ছেলে
বিভিন্ন খেলার জনপ্রিয় বাংলাদেশি তারকাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অনুসারী সাকিবের। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স মিলিয়ে ৩৮ বছর বয়সী তারকার ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮ লাখ ৫৪ হাজার। তার চেয়ে ৪৩ লাখ ৩৯ হাজার অনুসারী কম নিয়ে দুইয়ে আছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে বিখ্যাত মুশফিকুর রহিম। তার ফলোয়ারসংখ্যা ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার।
ট্রাম্পের পাশে হাসিমুখে থাম্বস আপ দেওয়া কে এই ইরানি রেফারি?ট্রাম্পের পাশে হাসিমুখে থাম্বস আপ দেওয়া কে এই ইরানি রেফারি?
এই তালিকার তৃতীয় স্থানে আছেন দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। সাবেক এই তারকার ফলোয়ারসংখ্যা ১ কোটি ৪ লাখ ১ হাজার। এই তিনজন ছাড়া আর কারও এক কোটি ফলোয়ার নেই। পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে- দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৯৮ লাখ ৯৭ হাজার) মোস্তাফিজুর রহমান (৯১ লাখ ২১ হাজার), তাসকিন আহমেদ (৮০ লাখ ৪ হাজার), মাহমুদউল্লাহ (৬৫ লাখ ৫২ হাজার)।
উদযাপনের পাশাপাশি সমবেদনা; ক্রিকেটের সৌন্দর্য এখানেইউদযাপনের পাশাপাশি সমবেদনা; ক্রিকেটের সৌন্দর্য এখানেই
নারী ক্রীড়াবিদদের মধ্যে ২৭ লাখ ২২ হাজার ফলোয়ার নিয়ে সবার ওপরে আছেন ক্রিকেটার জাহানারা আলম। সেরা দশে থাকা একমাত্র ফুটবলার হলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার ফলোয়ার ৩২ লাখ ৮০ হাজার। ফুটবলে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সেনসেশন হামজা চৌধুরী কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক দিয়ে অনেক পিছিয়ে। ফেসবুক, এক্স আর ইনস্টাগ্রাম মিলিয়ে তার ফলোয়ারসংখ্যা মাত্র ২৩ লাখ ৫৬ হাজার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.