আন্তর্জাতিক ডেস্ক:
গাজার উত্তরাঞ্চলে ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) আইডিএফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৪ জুলাই) উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় স্থল অভিযান চালানোর সময় আইডিএফের একটি ট্যাংক বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।
গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে দাবি করেছে, তারা আরপিজি ব্যবহার করে ট্যাংকটিতে হামলা চালিয়ে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।
নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন- স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)।
এ ঘটনায় আরো একজন অফিসার আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ওই অফিসারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন সেনা সদস্যই ইসরায়েলি সেনাবাহিনীর ৪২তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই বিস্ফোরণের কারণকে অপারেশনাল দুর্ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে ট্যাংকের একটি শেল ভেতরে বিস্ফোরিত হয়েছিল। তবে হামাসের ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দাবিকেও উড়িয়ে দেয়নি আইডিএফ।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন।
আইডিএফের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৯৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৮ হাজার ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যা বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায় উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.