সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ছেলেদের ফুটবলের ব্রাজিলের বিশ্বজয় মানেই যেন পাঁচবার। ছেলেদের অনূধ্ব-২০ ব্রাজিল দলও পাঁচবারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল তারা। তবে শক্তি-সামর্থ্যে এগিয়ে থেকেও ইতালির বাধা টপকাতে পারেনি তারা। হেরে গেছে ৩-২ গোলের ব্যবধানে।
আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।
প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে হলুদ জার্সিধারী ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিটেই ইতালির ডিফেন্ডিং মিডফিল্ডার মাত্তেও প্রাতি দলকে লিড এনে দেন। ২৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় সেলেসাও বাহিনীকে। দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার সিজার কাসেদাই। দ্বিতীয় গোল হজম করার কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে সিজারকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার আর্থার। তাতে প্যানাল্টির সুযোগ পায় ইতালি। সেই সুযোগ থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সিজার।
দ্বিতীয়ার্ধে ফিরেও কয়েকবার আক্রমণের মুখে পড়ে ব্রাজিল। তবে তারপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। সমতায় ফেরার লক্ষ্যে সেলেসাওরা প্রথম গোলের দেখা পায় ৭২ মিনিটে।
ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে। তারপর দুই দল আর কোনো গোল আদায় করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
ভয়েস/আআ