রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়া ও পেকুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মসজিদের পুকুরের পানিতে ডুবে আফরা মনি (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জুন) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফরা মনি ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের প্রবাসী শাহাদত হোসেনের কন্যা।
খুটাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার জিশান শাহরিয়ার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফরা মনি গত কয়েকদিন পূর্বে ডুলাহাজারা থেকে তার মায়ের সাথে নানার বাড়ি খুটাখালী নয়াপাড়া এলাকায় বেড়াতে যান। রবিবার সকালে শিশুদের সাথে সে মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। ওইসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে।
অপর উপজেলা কুতুবদিয়ার শিশু মৃত্যুর বিষয়ে কুতুবদিয়া প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে রাইসা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন পৃথক পানি ডুবির ঘটনায় আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার (৪ জুন) সকাল ১০টার দিকে আকবর বলীর পাড়ায় রিয়াদের কন্যা রাইসা মনি পাশের পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. জয়নাব বেগম শিশুটি মৃত বলে জানান।
অন্যদিকে একই দিন বিকাল ৫টার দিকে বড়ঘোপ রোমাই পাড়ায় পানি ডুবির ঘটনায় একই পরিবারের আব্দুল কাদেরের ১৭ মাস বয়সী পুত্র মোহাম্মদ ও রুহুল কাদেরের পুত্র ইমাদ(৩)কে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তিকৃত দুই শিশু সুস্থ আছে বলে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানিয়েছেন।
ভয়েস/জেইউ।