শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মাহাবুব

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার নির্বাচনে প্রতিক বরাদ্দের পর বর্ণাঢ্য মিছিল সহকারে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরী।
শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে জামায়েতের পর বের করা হয় বর্ণাঢ্য এই মিছিল। নানা রঙ-বেরঙের সাজানো নৌকা, ঢোল-বাজনা নিয়ে পৌরসভার ১২ টি ওয়ার্ডে নেতা-কর্মী, সমর্থক, আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ মিলে ২০ হাজারের অধিক মানুয মিছিলটিতে অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুমালিয়ারছড়া এলাকায় গিয়ে শেয হয়।
যেখানে জেলা শিক্ষা অফিস মাঠে সমাপনী সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কক্সবাজারের উন্নয়নের দৃশ্য বদলে দিয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমি মুজিবের পর মাবুকে প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে। শেখ হাসিনার নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে কক্সবাজার পৌরসভাকে স্মার্ট নগরী করতে হবে।
এসময় প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, নৌকার বিজয় মানে কক্সবাজারের উন্নয়ন। মেয়র মুজিবের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতিকে ভোট প্রদানের অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, কক্সবাজারের আওয়ামীলীগ এক এবং অভিন্ন। সাধারণ ভোটার শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ১২ জুন নৌকার বিজয়ের মধ্য দিয়ে তার প্রমাণ হবে।
এর আগে মিছিল উত্তর সমাবেশ কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সদর আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক রেজাউল রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা তাঁতিলীগের সভাপতি আরিফ উল মওলা, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, পৌর আওয়ামীলীগের দফতর সম্পাদক শাহেদ আলী, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।
এতে জেলা আওয়ামী লীগের নেতা মাহাবুবুল হক মুকুল, আবদুল খালেক, জেলা জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ,, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী, পৌর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION