শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ কৃষক অপহরণ মামলার আসামি দেলোয়ার হোসেন দেলু গ্রেফতার নৌকা তল্লাশি করে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী চট্টগ্রামের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ দুর্নীতি: প্রাথমিক শিক্ষক নিয়োগে চুক্তি ১৪ লাখ টাকায়, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ , অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় শুটিং করাটা জীবনের বিচিত্র অভিজ্ঞতা আরও ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি কক্সবাজার থেকে বিজিপির ২৮৮ সদস্যকে মিয়ানমারে ফেরত

ইউক্রেন যে শর্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায়

ভয়েস নিউজ ডেস্ক:

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে রাশিয়ার কাছে নিজেদের ভূখণ্ড ছাড় দিয়ে যুদ্ধ বন্ধে রাজি হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা।

বৃহস্পতিবার ইউরেশিয়ানবিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় সাবেক রাষ্ট্রদূত লি হুইয়ের সঙ্গে কিয়েভে আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

ভূখণ্ড ছাড়তে হলে রাশিয়ার সঙ্গে সমঝোতা হবে না এমনটি ইঙ্গিত করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা বলেন, ইউক্রেনের স্বার্বভৌমত্বের সম্মান রাখতে নিজেদের অঞ্চল রাশিয়াকে দিয়ে শান্তি চান না তারা।

তিনি বলেন, ইউক্রেন এমন কোনো প্রস্তাব গ্রহণ করবে না, যা তার অঞ্চলগুলো হারাতে বা সংঘাতের বরফে পরিণত করে।

যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাজি করাতে দুপক্ষের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাচ্ছে চীন। তারই অংশ হিসেবে কিয়েভ সফরে যান চীনা প্রতিনিধি।

এদিকে বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ বন্ধের কোনো চটজলদি সমাধান নেই। দুপক্ষকেই আগ্রহী হতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে।

বিবৃতিতে লি বলেন, সংকট সমাধানের জন্য কোনো প্রতিষেধক নেই। সবপক্ষকেই নিজেদের জায়গা থেকে শুরু করতে হবে। পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে। যুদ্ধ বন্ধ করার এবং আলোচনার জন্য পরিস্থিতি তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের মানবিক পরিস্থিতির প্রশমনে চীন সবসময়ই তার নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা পালন করেছে। ইউক্রেনকে তার সামর্থ্যের মধ্যে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION