শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ কৃষক অপহরণ মামলার আসামি দেলোয়ার হোসেন দেলু গ্রেফতার নৌকা তল্লাশি করে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী চট্টগ্রামের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ দুর্নীতি: প্রাথমিক শিক্ষক নিয়োগে চুক্তি ১৪ লাখ টাকায়, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ , অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় শুটিং করাটা জীবনের বিচিত্র অভিজ্ঞতা আরও ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি কক্সবাজার থেকে বিজিপির ২৮৮ সদস্যকে মিয়ানমারে ফেরত

গত দুই দিন আমি থমকে ছিলাম: শাবনূর

বিনোদন ডেস্ক:

কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক প্রয়াত হয়েছেন। গত সোমবার (১৫ মে) সকালে মারা যান তিনি। এ খবর শুনে শোকস্তব্ধ হয়ে যান চিত্রনায়িকা শাবনূর। তাই গত দুই দিনে বিষয়টি নিয়ে কিছুই বলতে পারেননি। শুধু আনমনে ভেবেছেন, এই বিয়োগ কীভাবে মেনে নেবেন!

অবশেষে স্তব্ধতা কাটিয়ে বার্তা দিলেন শাবনূর। শোনালেন ফারুকের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির টুকরো কিছু অংশ। অস্ট্রেলিয়া থেকে সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া সেই বার্তায় নায়িকা বলেছেন, ‘নিউজটি শুনে গত দুই দিন আমি থমকে ছিলাম! ভাবছিলাম কী বলবো! কারণ, ঘটনাটি মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল!’

এরপর স্মৃতির বাক্স খুললেন শাবনূর। বললেন, “এই তো কিছু দিন আগে, মনে হচ্ছে সেদিন দেখা হলো ওনার সঙ্গে আমার! আমি তাকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, যখন উনি নির্বাচনে জয়ী হলেন। উনি আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া দিলেন আর বললেন, ‘তুই সিডনি ইন্টারন্যাশনাল স্কুল’টি খুলে সমাজের জন্যে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছিস। আমি অতি শীঘ্রই তোর স্কুল ভিজিট করতে যাবো! ওনার আর ভিজিট করা হলো না!”

শাবনূরের মতে, নায়ক ফারুককে বাইরে থেক দেখতে গম্ভীর মনে হলেও আদতে তিনি নরম মনের মানুষ। প্রবাসে স্থায়ী হওয়া এ নায়িকার ভাষ্য, ‘ওনার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি রয়েছে, যা বলে শেষ করা যাবে না! ওনাকে বাইরে থেকে অনেকেই গম্ভীর মনে করতে পারে, কিন্তু আসলে উনি তা নন! আমার সঙ্গে ওনার প্রথম দিনের শুটিংয়ের ঘটনাটি ছিল ভীষণ মজার। আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম ওনার সঙ্গে কথা বলতে। তারপর কথা বলে বুঝলাম উনি আসলে ভীষণ মজার একটি মানুষ! উনি খুব আদর করতেন আমাকে!’

ফারুক অভিনীত ‘নয়ন মণি’ ও ‘সুজন সখী’ ছবির রঙিন ভার্সনে অভিনয় করেছিলেন শাবনূর। সেই স্মৃতি বিনিময় করে শাবনূর বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল ওই সময় ফারুক সাহেবের সাদাকালো দুইটা ছবির কাজ করার; ‘রঙিন নয়ন মণি’ ও ‘রঙিন সুজন সখী’। এজন্য আমি আমাদের লিজেন্ডারি পরিচালক শাহ আলম কিরণ ও মতিন রহমানের কাছে কৃতজ্ঞ! ফারুক ভাইয়া আমার দুটি ছবি দেখেই ভীষণ প্রশংসা করেছিলেন! বলেছিলেন, উনি এখন সুজন কিংবা নয়ন হতে পারলে আমাকেই সখী/মণি বানাতেন! একটা খারাপ লাগার বিষয় হলো যে সাদাকালো ও রঙিন সুজন সখীর মধ্যে ফারুক ভাইয়া, কবরী আপা, সালমান শাহ ওনারা কেউই পৃথিবীতে নেই! এই ব্যাপারটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়! কিন্তু ওনারা সকলেই আমাদের মনে সারা জীবন বেঁচে থাকবেন! কারণ, মানুষের কখনও মরণ হয় না, শুধু জায়গা বদল হয়!’’

সবশেষে প্রয়াত ফারুকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাবনূর।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক। গেলো বছরের শেষ দিকে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন বটে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে আর ফিরতে পারেননি দেশে। মঙ্গলবার (১৬ মে) দিনভর শহীদ মিনার, এফডিসি, চ্যানেল আই, গুলশানের বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে রাতে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION