শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেলেন ৫০ পরিবার

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই
নির্দেশনা বান্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বুধবার (২২মার্চ) সারাদেশে এক যুগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহ সমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সকাল ৯ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সাথে সংযুক্ত থেকে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। পার্বত্য অঞ্চলের উপজাতিদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদানের অংশ বিশেষ নাইক্ষ্যংছড়িতে ভ‚মিহীন উপজাতিদের মাঝে এই পর্যায়ে ২৫ টি মাচাং ঘর হস্তান্তর করা হয় । জানা যায়,নাইক্ষ্যংছড়ি উপজেলায় চতুর্থ পর্যায়ে পূনর্বাসিতব্য ভূমিহীন ও গৃহহীন ৫০জন উপকারভোগীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান এবং চাবি হস্তান্তর করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জমি ও ঘর হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যানে ওয়ান চাক , নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন,বাইশারী,ঘুমধুম, সোনাইছড়ি, দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং উপকারভোগীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION