বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
“কক্সবাজার বহু সম্ভাবনাময় অঞ্চল হলেও দক্ষ জনবল গড়ে উঠেনি” রোহিঙ্গা ক্যাম্পে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা জ্যামাইকা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফিলিস্তিনকে উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা:ওবায়দুল কাদের গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে চার মৃত্যু ২৪ ঘণ্টা ব্যবধানে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ আসলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে-বন্দর চেয়ারম্যান  দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশী: কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজনরা কক্সবাজার – চট্টগ্রাম রেলপথে স্পেশাল ট্রেন  লাইনচ্যুত আজ মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি

বাঁশখালীতে ২০হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ সকাল ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ মার্চ) সকালে বাঁশখালী থানা পুলিশ জানায়, ইয়াবা পাচারের অভিযোগ পেয়ে থানা পুলিশের এসআই মো: রফিকুল ইসলাম তার দলসহ বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের দক্ষিণে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়। এ সময় যাত্রীবেশে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক নারীসহ তিনজনকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফের সাফরান কোরাচী পাড়ার দিল মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার (২৭), আবুল হোসেনের বাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০), মাদারীপুর সদরের পৌরসভা ৪নং ওয়ার্ডের বাজিতপুর এলাকার সিরাজ মোল্লার পুত্র সমরাজ মোল্লা (৫২)।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

অপরদিকে বুধবার সন্ধ্যায় একই স্থানে থানা পুলিশের এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোঃ নাজির এর পুত্র রমজান মোবারক (২৪), এবং দক্ষিণ তুতুরবিল রাজাপালং ইউপির জাফর আলমের পুত্র মোঃ সাহাবুদ্দিনকে (২৮) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ নং মামলা রুজু করেন ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION