বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের বৈদ্যঘোনাস্থ শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের প্রথম বর্ষপূতি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের সভাপতি সমাজকর্মী তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন-একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যৎ প্রজন্মকে স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজে শিষ্টাচার বজায় রাখতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।
এতে প্রধান বক্তা ছিলেন-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-বিশিষ্ট আইনজীবি দিলীপ কুমার আচার্য্য, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম। বক্তব্যে রাখেন-পুরোহিত জগদীশ শর্মা, ডাঃ কমল হরি পাল, সুজিত শর্মা, মানিক চন্দ্র, সুজন দত্ত, সুমন কান্তি দে প্রমুখ। উল্লেখ্য-শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতন প্রতিষ্টা করেন শ্রীমৎ স্বামী সুধানন্দ ব্রহ্মচারী গুরু মহারাজ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.