বিশেষ প্রতিবেদক:
টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণকারী আলোচিত ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ককসবাজার জেলা ও দায়রা জজ আদালতে আলোচিত ১০১ ইয়াবা কারবারীর বিরুদ্ধে তাদের উপস্থিতিতে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়। একই সাথে উক্ত মামলায় তাদের জামিনের আবেদন করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন আদালত।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছিলেন মো: ইসমাঈল হোসেন সরকার পক্ষের এবং আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং জামিন নামঞ্জুরের আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এডভোকেট ফরিদুল আলম জানান, গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফের হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন পুলিশের আইজি ডঃ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন। তাদের মধ্যে কারাগাওে একজনের মৃত্যু হয়। কারাগারে থাকা বাকি ১০১ জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে। কারা হাজতে থাকাকালীন সময়ে টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেলের মৃত্যু হওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। ওই সময় অস্ত্র ও মাদক মামলায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ওই সময়ে ইয়াবাকারবারিদের কাছ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩৬ টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.