ভয়েস প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রভাবে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় জমির ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
এরই পরিপ্রেক্ষিতে চলতি মৌসুমে কৃষকরা যাতে সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ধান কাটার অত্যাধুনিক মেশিন কম্বাইন হারভেস্টার গাড়ি বিতরণ করা হচ্ছে।
সারাদেশের ন্যায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে ধান কাটা। এর অংশ হিসেবে মঙ্গলবার রামু উপজেলার কৃষকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ধান কাটার অত্যাধুনিক মেশিন এই হারভেস্টার গাড়ি স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এসময় জেলা-উপজেলা কৃষি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি যন্ত্রপাতিতে সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্ত্বাবধানে পরিচালক বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াইয়ের জন্য ধান কাটার অত্যাধুনিক মেশিন এই কম্বাইন হারভেস্টার গাড়ি বিতরণ চলমান রয়েছে।
ভয়েস/ আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.