ভয়েস প্রতিবেদক:
মায়ানমার সীমান্তে সেনা সমাবেশের বিষয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে কোন তথ্য নেই। তবে গেল কিছুদিন ধরে তাঁরা সীমান্তে বিভিন্ন ক্যাম্পে বিজিপি সদস্যদের স্থানান্তর করছে।
বৃহস্পতিবার বান্দরবানের ঘুমধুম সীমান্তে ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে একথা জানিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বৈঠক শেষে বিজিবি কক্সবাজার বিজিবির পরিচালক অপারেশন লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকর্মীদের একথা জানান।
আজ সকাল নয়টায় ঘুমধুমে এই বৈঠক শুরু হয়। চলে পৌনে তিনটা পর্যন্ত। বাংলাদেশের তিনটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন লে. কর্ণেল মোস্তাফিজ এবং মিয়ানমারের পক্ষে ২- বিজিপির লে. কর্ণেল স্যান নিয়ন ও এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
লে. কর্নেল মোস্তাফিজ জানান, সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক সেনা সমাবেশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে জানানো হয়েছে। তবে মিয়ানমার পক্ষ থেকে সেনা সমাবেশের বিষয়ে জানিয়ে বিজিপির সেনা স্থানান্তরের বিষয়ে জানিয়েছে তারা। ভবিষ্যতে সীমান্তে এ ধরনের যে কোন তৎপরতার আগে বাংলাদেশকে অবহিত করা হবে বলে জানিয়েছে বিজিপি।
এছাড়া সীমান্তে মাদক বিশেষ করে ইয়াবা চোরাচালান বন্ধ, পাচারসহ যে কোন অবৈধ কাজ বন্ধে উভয় দেশ একসাথে কাজ করবে বলে সম্মত হয়েছে বৈঠকে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.