ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের মৃত্যুর পর মারা গেলেন একই সংবাদপত্রের জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু। অপুরও শ্বাসকষ্ট, জ্বর-কাশি ছিল বলে তার সহকর্মী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে তিনি নতুন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানা যায়নি।
বুধবার ভোরে ঢাকার বনশ্রীর বাসায় ঘুমের মধ্যেই অপুর মৃত্যু ঘটে বলে সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “রাতে ঘুমিয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে সেহরি খাওয়ার জন্য ভোররাতে ডাকাডাকি করেন, কিন্তু তার সাড়া পাওয়া যায়নি।”
সময়ের আলোর প্রকাশক গাজী আহমদ উলালাহ বলেন, “অপুর কিছুটা শ্বাসকষ্ট আগে থেকেই ছিল। ঘুমের মধ্যেই মারা গেছেন, আমরা তাকে পারিবারিকভাবে দুপুরে রায়েরবাজার কবরস্থানে দাফন করেছি।”
অপুর বন্ধু ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেন, “অপুর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ১০-১২ দিন ধরেই আইসোলেশনে ছিল সে। জ্বর কমে যাওয়ার পর এ নিয়ে আর চিন্তিত ছিল না। আজকে সকালে অপুর ভাই জানিয়েছে, সে ঘুমের মধ্যেই মারা গেছে।” অপুর স্ত্রী জানান, কয়েকদিন আগে ঠাণ্ডা লেগেছিল অপুর, হালকা কাশিও ছিল।
অপুর মৃত্যুর কারণ এখনও জানা না গেলেও পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তার সহকর্মী হাবিবুর।
“কী কারণে তিনি মারা গেছেন, তা আমরা এখনও নিশ্চিত নই। তবে করোনায় আক্রান্ত হয়ে আমাদের অফিসের একজন মারা যাওয়ায় এবং অফিসের একাধিক ব্যক্তির করোনা পজিটিভ হাওয়ায় তার ক্ষেত্রেও সেই আশঙ্কা করা হচ্ছে। এজন্য সরকারি সংস্থা তার নমুনা সংগ্রহ করেছে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৯ এপ্রিল থেকে দৈনিক সময়ের আলোর সাংবাদিকরা বাসা থেকেই অফিস করছেন। তখন থেকে অপুও বাসায় থেকেই অফিস করছিলেন।
এর মধ্যেই গত ২৮ এপ্রিল জ্বর-শ্বাসকষ্টে মারা যান সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। তার নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন। সাংবাদিক অপুর বাড়ি নরসিংদীর রায়পুরায়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
অপু মূলত ক্রীড়া বিভাগে কাজ করতেন। তিনি কর্মজীবনে ভোরের কাগজ, আমার দেশ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সকালের খবরে কাজ করেছিলেন। সূত্র:বিডিনিউজ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.