বিশেষ প্রতিবেদক:
এই বছর (১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ ইংরেজি) কক্সবাজার জেলায় সর্বনিম্ন ফিতরা নির্ধারিত হয়েছে ৬০ টাকা। আর সর্বোচ্চ ১০০০ টাকা। বুধবার (৬ মে) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ওলামা পরিষদ ও কক্সবাজার ইমাম পরিষদের যৌথ ফিতরা নির্ধারণী সভা থেকে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।
কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হকের সভাপতিত্বে এ বছরের ফিতরা নির্ধারণী সভায় বরেণ্য উলামাদের মতামত নিয়ে স্থানীয় বাজার দর যাচাইয়ের ভিত্তিতে এ বছরের জনপ্রতি ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়।
এর আগে কক্সবাজারের বরেণ্য আলেমগণ বাজারদর যাচাই করেন। কক্সবাজারের স্থানীয় বাজারে আটা ১৬৫০ গ্রামের মূল্যমান ৬০ টাকা, যা নিম্নবিত্তদের জন্য প্রযোজ্য।
খেজুর ৩৩০০ গ্রামের মূল্যমান ৫০০ টাকা, যা মধ্যবিত্তদের জন্য প্রযোজ্য। কিসমিস ৩৩০০ গ্রামের মূল্যমান ১০০০ টাকা, যা উচ্চবিত্তদের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- কক্সবাজার ওলামা পরিষদের সভাপতি ও শহরের মাঝেরঘাট জামে মসজিদের খতীব অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা সভাপতি ও বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দীন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও ঘাটকুলিয়া পাড়া জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ আলমগীর, কক্সবাজার ইমাম পরিষদের সহসভাপতি ও বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা নুরুল মোস্তফা, কক্সবাজার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও কক্সবাজার লালদিঘী জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজি, কক্সবাজার শহর ইমাম সমিতির সভাপতি মাওলানা রফিক বিন সিদ্দীক, কক্সবাজার ওয়াপদা জামে মসজিদ খতীব হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর।
সভায় আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার শহীদ তিতুমীর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার শফিকুল হক, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহীম, সাবেক ইউপি সদস্য ফয়েজ উল্লাহ, রফিক আহমদ, মাহবুবুল হক, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.