এম এ সাত্তার:
বাঁকখালী নদীতে শখের বশে মাছ শিকারে গিয়ে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল ও এলাকাবাসী।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের দল বাকখালী নদীর
মোহনা থেকে নিখোঁজ মো ইউনুসের মরদেহ উদ্ধার করে ।
উদ্ধারকারী দলের টিম লিডার ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এখনো নিখোঁজ রয়েছে মো বেলাল নামে অপর এক যুবক। তারা দুজনেই কক্সবাজার শহরের নতুন বাহারছরা এলাকার বাসিন্দা।
স্হানীয়রা জানিয়েছেন গতকাল রবিবার রাত ১২টার দিকে কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে এই ২ জন স্রোতের টানে তলিয়ে যায়।
এ সময় আব্দু শুক্কুর (৩২) নামের তাদের এক সহযোগী সাঁতার কেটে রাতেই কুলে ফিরে আসে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শখের বশে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে গিয়েছিল তারা তিন জন।
নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার মাছ শিকারী নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।
ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পর খবর পেয়ে আজ ভোর থেকেই কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম স্হানীয়দের সহায়তায় বাকখালী নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর আড়াইটার দিকে বাকখালী নদীর মোহনা থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। এখনো বেলালের সন্ধান মিলেনি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.