ভয়েস নিউজ ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য মাঠ পর্যায়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে না আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মরত কর্মকর্তারা প্রায়শই অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিনা অনুমতিতে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধিবিধানের পরিপন্থি।
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে যা স্বাস্থ্য বিধিরও পরিপন্থি। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়।
এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।
চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমণের আগে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এবং অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) পূর্বানুমতি ও ছুটি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.