প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২০, ৫:৪৩ এ.এম
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। করোনায় এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ১০ টার পর দেখা যায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। মৃতের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ২৪৬ জন। সুস্থ হয়ে উঠেছেন সাত লাখ ৯৮ হাজার ৭৭৬ জন।
এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৫১ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আক্রান্ত ছাড়িয়েছে ৯ লাখ, মোট প্রাণহানি হয়েছে ৫২ হাজারের বেশি মানুষের।
ইতালিতে ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছের ৪২০ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৯ জনে।
যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৭৬৮ জন, মোট মৃত্যু সাড়ে ১৯ হাজারের বেশি। ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত দুই লাখের বেশি। দেশটিতে নতুন করে মারা গেছে ৩৬৭ জন, মোট মৃত্যু ২২ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।
এছাড়া তুরস্কে আক্রান্ত লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪৯১ জন। জার্মানিতে আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ, সেই তুলনায় মৃতের সংখ্যা কম। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬০ জনের।
করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। নতুন ৪ জন সুস্থ হয়েছে। মোট ১১২ জন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.