ভয়েস ডেস্ক:
করোনা দুর্যোগের শুরু থেকেই বন্ধ সিনেমা হল। বন্ধ সব ধরনের শুটিংও। চিত্রনায়িকা মাহিয়া মাহিও এই সময়ে ঘরবন্দি সময় কাটাচ্ছেন। মাহি বলেন, ‘ঘরে বসেই দিন কাটছে আমার। মাঝে মাঝে ফেইসবুকে সময় কাটাই। এ ছাড়া বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলেও জানালেন মাহি। শুধু তাই নয়, ভক্তদেরও সতর্ক করে দিলেন। মাহি বলেন, ‘আমাদের পরিবার, সমাজ দেশ একটাই। পৃথিবী একটাই। আমাদের জীবনও একটাই। আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে জিততে হলে আমাদের ঘরে থাকতে হবে, ঘর থেকে বের হওয়া চলবে না। এই নতুন বছরে আমাদের সবার একটাই চাওয়া। সমস্ত জরা জীর্ণতা ধুয়ে মুছে সাফ হয়ে যাক। আমরা একটা করোনাভাইরাসমুক্ত নতুন পৃথিবী পাব। এখন রমজান মাস। সামনেই ঈদ। আসুন আমরা ঘরেই উৎসব করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি।’
মাহি অবসর সময়ে ফেইসবুকে লেখালেখিও করছেন। মাঝে মাঝেই কবিতা প্রকাশ করেন। সেই সঙ্গে সময় কাটাতে নানা ধরনের সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেন ভক্তদের জন্য।
করোনাকালে যারা সেবা দিচ্ছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানালেন মাহি। বিশেষ করে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। মাহিয়া মাহি বলেন, ‘এই দুর্যোগে ডাক্তার নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তারা অনেক কষ্ট করছেন। তাদের সেবা দেওয়ার সময় পিপিই পরে থাকতে হয়। আমি নিজেও পিপিই কালেক্ট করেছি। আমি দেখলাম, পিপিই পরে এসি রুমেও পাঁচ মিনিট থাকতে পারিনি, দম বন্ধ হয়ে আসছিল। অথচ তারা সর্বক্ষণ পিপিই পরে সেবা দিচ্ছেন। সব হাসপাতালে এসির ব্যবস্থাও নেই, সেসব হাসপাতালের ডাক্তার, নার্সরা সারা দিন কীভাবে এটা পরে থাকেন আমি চিন্তাও করতে পারছি না। এসব সম্মানিত ডাক্তার, নার্স এবং লাশ বহনকারী ভাইদের আজীবন সম্মাননা দেওয়া উচিত।’
সাধারণ ছুটি শুরু হওয়ার আগে মাহি কাজ শুরু করেছিলেন স্বপ্নবাজি সিনেমার। রায়হান রাফি পরিচালিত এই চলচ্চিত্রটি নির্মাণ শুরু হওয়ার আগে থেকেই বেশ আলোচনার জন্ম দিয়েছে। ‘স্বপ্নবাজি’র শ্যুটিং চলাকালীনই মাহি চুক্তিবদ্ধ হন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ব্ল্যাড’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে নায়ক ইমনকে। অ্যাকশন লেডি ও দ্বৈত চরিত্রে ‘ব্লাড’ ছবিতে দেখা যাবে মাহিকে। মাহি বলেন, ‘অগ্নি’ ছবিতে আমার মারকাট অ্যাকশন দর্শক ব্যাপকভাবে গ্রহণ করেছিল। এবারও অ্যাকশন চরিত্র, তবে আপডেটেড ভার্সন। ইমন খুবই মিশুক। যখন কাজ করব তখন কো-অ্যাক্টরের হেল্পফুল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের জুটি দর্শক পছন্দ করবে।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। মাহি বলেন, ‘আনন্দ অশ্রু সিনেমাটি করে খুব ভালো লেগেছে। অনেক দিন পর মনের মতো একটা চরিত্র পেয়েছি। বিশেষ করে ভিন্ন ধরনের একটি চরিত্রে দর্শক আমাকে দেখবে। আমি সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী।’ সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.