লাইফস্টাইল ডেস্ক:
প্রথম দিন মেহেদির রং বেশ সুন্দর লাগলেও দুদিন পর থেকেই ধীরে ধীরে রং ফ্যাকাশে হতে শুরু করে। আর এই রং এক দুদিনে ওঠে না বলে অনেকেই মেহেদি লাগাতে চান না। এমন বিড়ম্বনা দূর করতে অর্থাৎ মেহেদির রং উঠিয়ে ফেলতে রইল কিছু পরামর্শ
লেবু : লেবুতে ব্লিচিং উপাদান থাকায় মেহেদির রং দ্রুত দূর করতে সাহায্য করে। তাই লেবু কেটে তা দিয়ে হাত-পায়ে কিছুক্ষণ ধীরে ধীরে ম্যাসাজ করুন।
টুথপেস্ট : যেখানে মেহেদি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষতে থাকুন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে হাত-পা মুছে নিন। দিনে দুবার কাজটি করুন। হালকা হয়ে আসবে মেহেদির রং।
লেবু-বেকিং সোডা : লেবু ও বেকিং সোডা সমপরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি পাঁচ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত-পা শুষ্ক লাগলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
জীবাণুনাশক সাবান : জীবাণুনাশক সাবান দিয়ে বারবার হাত-পা ধুতে হবে। তাতে মেহেদির রং দ্রুত মøান হয়ে যায়।
হেয়ার কন্ডিশনার : চুল কোমল ও সিল্কি করার জন্য গোসলের পর হেয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। এই কন্ডিশনার ব্যবহার করে হাত-পা থেকে মেহেদির রংও তুলে ফেলা যায়।প্রথম দিন মেহেদির রং বেশ সুন্দর লাগলেও দুদিন পর থেকেই ধীরে ধীরে রং ফ্যাকাশে হতে শুরু করে। আর এই রং এক দুদিনে ওঠে না বলে অনেকেই মেহেদি লাগাতে চান না। এমন বিড়ম্বনা দূর করতে অর্থাৎ মেহেদির রং উঠিয়ে ফেলতে রইল কিছু পরামর্শ
লেবু : লেবুতে ব্লিচিং উপাদান থাকায় মেহেদির রং দ্রুত দূর করতে সাহায্য করে। তাই লেবু কেটে তা দিয়ে হাত-পায়ে কিছুক্ষণ ধীরে ধীরে ম্যাসাজ করুন।
টুথপেস্ট : যেখানে মেহেদি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষতে থাকুন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে হাত-পা মুছে নিন। দিনে দুবার কাজটি করুন। হালকা হয়ে আসবে মেহেদির রং।
লেবু-বেকিং সোডা : লেবু ও বেকিং সোডা সমপরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি পাঁচ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত-পা শুষ্ক লাগলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
জীবাণুনাশক সাবান : জীবাণুনাশক সাবান দিয়ে বারবার হাত-পা ধুতে হবে। তাতে মেহেদির রং দ্রুত মøান হয়ে যায়।
হেয়ার কন্ডিশনার : চুল কোমল ও সিল্কি করার জন্য গোসলের পর হেয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। এই কন্ডিশনার ব্যবহার করে হাত-পা থেকে মেহেদির রংও তুলে ফেলা যায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.