আবদুল আজিজ:
কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেছেন, আদালতে মিথ্যা মামলারোধ ও মামলার জট কমাতে কর্মপন্থা বের করার জন্য বিচারক, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীদের প্রতি আহবান জানিয়েছেন।
শনিবার (১২ ডিসেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, কক্সবাজার জেলার জেলা ও জজ কোর্ট সহ বিভিন্ন আদালতে দীর্ঘদিনের জমে থাকা মামলা নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ সিভিল সার্জন অফিস ম্যাজিস্ট্রেটগনকে আরো আন্তরিক ও দায়িত্বশীল ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
উক্ত সম্মেলনে উল্লেখ করা হয় কক্সবাজার জেলায় বিভিন্ন আদালতে প্রায় সাড়ে তিন লাখ মামলা বিচারাধীন রয়েছে।
বিশেষ করে জেলায় মাদক, নারী নির্যাতন, ধর্ষণ ও জায়গা জমি সংক্রান্ত মামলার সংখ্যা বেশী। সম্মেলনে দীর্ঘদিনের মামলা জট কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে পুলিশের সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা, ডাক্তার ও বিচারকদের প্রতি আহ্বান জানান জেলা জজ। সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, বিজিবির কমান্ডিং অফিসার লে, কর্নেল আলী আহমেদ আজাদ সহ আদালতের বিচারকগন, কক্সবাজারের সিভিল সার্জন পাবলিক প্রসিকিউটর, বিশেষ পিপিগন, পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.