ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তী উদযাপিত হয়েছে। আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
দৈনিক দেশ রূপান্তরের কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য এডভোকেট আয়াছুর রহমার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, এনটিভি কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, নিউ নেশনের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ জুনায়েদ, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদত আয়ুবুল ইসলাম, বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ ও পরিবেশবাদি সংগঠন এনভেরয়ন্টম্যানের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, চ্যালেন ২৪ এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলম, বাংলাদেশ টুডের কক্সবাজার প্রতিনিধি সফিউল আলম, দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার লোকমান হাকিম ও কক্সবাজার ভয়েসের প্রধান প্রতিবেদক জিকির উল্লাহ জিকু সহ জেলার কর্মরত সাংবাদিক ও শ্রেণিপেশার মানুষজন।
এসময় বক্তারা বলেছেন, দৈনিক দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকে নিজের স্বখিয়তায় নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। একারণে দৈনিক দেশ রূপান্তর পাঠকের কাছে সমাদৃত, আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আগামীতেও পাঠকের কাছে আস্থা অর্জনে সক্ষম হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.