প্রেস বিজ্ঞপ্তি:
নাশীখালের সাথে জড়িয়ে আছে বৃহত্তর ঈদগাহ অঞ্চলের গণমানুষের আবেগ, ভালাবাসা, কৃষ্টিকালচার ও গ্রামীণ জনপদের লোক ঐতিহ্য। মানুষের দখল, দূষণে এই খাল তার যৌবন ও জৌলস হারিয়ে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। নাশীখালকে সংরক্ষণের মাধ্যমে এর জীববৈচিত্র্য ও পরিবেশকে রক্ষা করে এই খালকে কেন্দ্র করে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব।
নাশীখাল বাঁচান প্রকৃতি বাঁচান শ্লোগানে মুখর ২১ ডিসেম্বর সোমবার রাত ৮টায় ঈদগাহ নাশীখাল সংরক্ষণ ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমন্বয় কমিটির সভাপতি ও ঈদগাঁহ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলমের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রসঙ্গ নাশীখাল: স্বপ্ন ও সম্ভাবনার জলতরঙ্গ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক, প্রচ্ছদশিল্পী ও সাংবাদিক কাফি আনোয়ার।
উপস্থাপিত মূলপ্রবন্ধে নাশীখালের অতীত ও বর্তমানের তথ্যবহুল গতিপ্রকৃতি ও অবস্থান, হাইড্রোলজিকাল ও মরফোলজিক্যাল বিশ্লেষণ এবং পরিবেশ ও জীববৈচিত্রতা রক্ষা, বিলুপ্তপ্রা দেশীয় মৎস্যের প্রজননক্ষেত্র ও অভয়ারণ্য রক্ষা করে ভবিষ্যতে নাশীখালকে একটি আধুনিক, নান্দনিক, পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাহবুব ইমন’র কোরআন থেকে তেলওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি ছিলেন, তরুণ শিল্প উদ্যোক্তা রেজাউল করিম সিকদার। সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় কমিটির আইন বিষয়ক সমন্বয়ক এডভোকেট জুলকর নাইন জিল্লু বলেন, যারা পরিবেশের বিরুদ্ধাচরণ করে প্রকৃতিও তাদের উপর বিরূপ ও রুঢ় আচরণ ফিরিয়ে দেয়। নাশীখালকে আধুনিক টেকসই পরিকল্পনার মাধ্যমে নান্দনিক বিনোদনক্ষেত্র হিসেবে গড়ে তোলা সময়ের দাবি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি মৌলানা আবদুস সালাম, রমজানুল আলম, সহ- সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুস সালাম, মাষ্টার হারুনর রশীদ, এড. মোহাইমুনুল ইসলাম চৌধুরী সাজিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল হাকিম নূকী।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বজলুর রশীদ এমইউপি, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ইউছুফ নবী ও আবু তৈয়ব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুশ শুক্কুর বিএ, অর্থ-সম্পাদক দিল মোহাম্মদ, সহ-অর্থ সম্পাদক রেজাউল করিম রেজু, প্রচার সম্পাদক মো: নুরুচ্ছাফা, সহ-প্রচার সম্পাদক ফরিদুল আলম, নির্বাহি সদস্য নূরুল ইসলাম, ছৈয়দুল হক, মোঃ শাহজাহান প্রমূখ। বক্তারা নাশীখাল প্রাকৃতিক জলাধার। একে রক্ষা করতে পারলে আগামি প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব। তাই যারা নদী-খাল বা প্রকৃতির উপর বর্বরোচিত আচরণ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.