ভয়েস নিউজ ডেস্ক:
বিআইটিআইডি'তে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সালেহীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।
রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সালেহীনের বড় বোনের স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী।
তিনি বলেন, কিছুদিন আগে সালেহীন ঢাকায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পর শুক্রবার তার জ্বর আসে। এরপর শনিবার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হলে রবিবার রাতে রিপোর্টে সালেহীনের করোনাভাইরাস পজিটিভ আসে। তবে তার এখন জ্বর নেই। চিকিৎসা চলছে, তাকে মেয়র গলির বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বিআইটিআইডি'তে রবিবার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১৪ জন রয়েছে, তাদের মধ্যে নগরীর নাসিরাবাদের মেয়রগলির একজন রয়েছে জানিয়েছিলেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এছাড়া, রবিবার সিভাসু'তে ৯৭ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৩৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
সূত্র:দৈনিক দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.