লাইফস্টাইল ডেস্ক:
শীতের সবজি গাজর ও ক্যাপসিকাম দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার আচার। দেখে নিন রেসিপিটি-
উপকরণ:
লম্বা করে কুচনো গাজর দেড় কাপ, ক্যাপসিকাম কুচি এক কাপ, ৪ চা চামচ সরষের তেল
আচারের মসলা:
কালো জিরে ১ চা চামচ
রাই সরষে ২ টেবিল চামচ
হিং ১/৪ টেবিল চামচ
মেথি ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
রান্না পদ্ধতি: সব মসলা একসঙ্গে আধভাঙা করে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার বড় পাত্রে গাজর-ক্যাপসিকামের উপর ঢেলে ভালো করে মাখান।
মাইক্রোওভেনে একটি পাত্র রেখে তাতে তেল দিয়ে দু’ মিনিট গরম করুন। হয়ে গেলে ওই গরম তেল মাখিয়ে নিন গাজর-ক্যাপসিকামের মিশ্রণে।
তারপর আরও ৩ মিনিট ঢেকে দিয়ে গরম করুন ১০০ শতাংশ পাওয়ারে। হয়ে গেলে স্ট্যান্ড টাইমে রাখুন ২ মিনিট। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দিন।
ভাত-রুটি দুইয়ের সঙ্গেই খাওয়া যাবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.