প্রেসবিজ্ঞপ্তি:
বাচাঁও কক্সবাজার“ বাচাঁও সৈকত“ এ শ্লোগানে দীর্ঘতম
সমুদ্র সৈকত প্রভাব ও দখল মুক্ত করতে গণস্বাক্ষর শুরু
বাচাঁও কক্সবাজার“ বাচাঁও সৈকত“ প্রভাব ও দখল মুক্ত পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষার দাবিতে (আজ ২ জানুয়ারী ২০২১ শনিবার সকাল সাড়ে ১০টায়) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণস্বাক্ষর কর্মসুচি আনুষ্টানিক ভাবে শুরু হয়েছে।
কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও কক্সবাজার নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত এ গণস্বাক্ষর কর্মসুচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মকুল, শিক্ষাবিদ নাছির উদ্দিন, নাগরিক ফোরামের আহবায়ক হেলাল উদ্দিন, দৈনিক বাঁকখালীর সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী, খ্যাতিমান কন্ঠশিল্পী রবি চৌধুরী প্রমুখ। জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন নাগরিক ফোরমের সদস্য সচিব অধাপক এ.এম আনোয়ারুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবদুল মতিন, উপষ্ঠিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মৃনাল ভট্টাচার্য্য, কমিউনিস্ট নেতা কমরেড সমীর পাল, এ.কে.এম. ফরিদ আহম্মদ, চেনেল আই এর স্টাপ রিপোটার সরওয়ার আজম মানিক, এন টিভির ইকরাম চৌধুরী টিপু, নাগরিক ফোরমের নেতা বিশিষ্ট সাংবাদিক এম.আর. খোকন, দৈনিক একত্তর কক্সবাজার প্রত্রিকার সাসম্পদক ও প্রকাশক বেলাল উদ্দিন, মাই টিভির এম সাইফুল ইসলাম, গাজি টিভির ওমর ফারুক হিরু, বিশিষ্ট কবি নাসের ভুট্টু, নাগরিক ফোরমের নেতা ওয়াহেদ মোহাম্মদ মুরাদুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল হুদা, সাংবাদিক হাজী ইলিয়াস, মোহাম্মদ আলম (সাংবাদিক), সাংবাদিক সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ ভুইয়া, ইমরান উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল, পৌর প্রিপ্রেটরী স্কুলের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ উৎফুল্ল ভাবে গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগহন করে।
কক্সবাজারের সর্বস্থরের সচেতন নাগরিক ও সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রক্ষার দাবিতে গন স্বাক্ষর করেন। বক্তারা বলেন সম্প্রতি ইনানীতে সৈকতে বাধঁ দিয়ে দ্বিখন্ডিত করা ছাড়াও বিভিন্ন প্রভাবশালীরা মহামান্য সুব প্রীম কোর্টের নির্দেশনা অমান্য করে সৈকতের পাশে বিভিন্ন ধরনের পাকা স্থপনা নির্মান করছে। কাটা তারের বেড়া দিয়ে ঝাউ বাগান দখল করছেন। বিমান ঘাটি করার জন্য নিয়ম বহির্ভুত অপরিকল্পিত, অপরিনামদর্শী স্থাপনা নির্মান করছেন যার ফলে পৃথিরীর দীর্ঘতম সমুদ্রসৈকত হুমকীর মুখে পতিত হচ্ছে প্রতি নিয়ত। স্থানীয়রা এই নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়ার অংশ হিসাবে এ কর্মসুচি পালন করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.