আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের পুলিশ এক অভিযানে ১০০জন রোহিঙ্গাকে আটক করেছে। রাজধানী ইয়াঙ্গুনে এ অভিযান চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। স্থানীয় টুমোরো নিউজ জার্নাল তাদের একাধিক ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, পুরুষেরা খালি পায়ে ও মাথায় স্কার্ফ পরিহিত নারীরা আদালত কক্ষের মেঝেতে বসে আছেন।
মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গা অধ্যুষিত পশ্চিম রাখাইন অঙ্গরাজ্য ছেড়ে অবৈধভাবে ভ্রমণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে প্রায়ই এমন গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা তিন মওঙ লউইন এ গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু তিনি বলতে চাননি।তিনি বলেন, ‘৯৮ বা ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। করোনার কারণে তাদের কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।’
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয় মিয়ানমারের বিরুদ্ধে। এ নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চলমান আছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.