প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৯:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২১, ১০:৪৬ পি.এম
পেকুয়ার ৭ম শ্রেণির অপহৃত ছাত্রীর কোন হদিস নেই!

প্রেস বিজ্ঞপ্তিঃ
পেকুয়ার অপহৃত ৭ম শ্রেণীর ছাত্রী রিনা আক্তারের কোন হদিস না পাওয়াতে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রীর পরিবার।বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনাস্থ রিনা আক্তারের পারিবারিক বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপহৃত মাদ্রাসা ছাত্রীর মা হাছিনা বেগম। তিনি জানান, গত ১৬ ডিসেম্বর পেকুয়া বাজারে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হন আমার মেয়ে রিনা আক্তার। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা গ্রামের আবদুল জলিলের পুত্র বখাটে আবদুল মন্নানসহ তাঁর সহযোগীরা মিলে আমার মেয়েকে জোরপূর্বক গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মেয়ে বাড়িতে না ফেরায় পেকুয়া থানায় বিষয়টি অবহিত করার পাশাপাশি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়।
বখাটে আবদুল মন্নান ও তাঁর সহযোগীদের দ্বারা অপহৃত হওয়ার খবর পেয়ে তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ করলে তা আমলে নেননি থানা প্রশাসন। অসহায় হয়ে আমার স্বামী গত ১৮ ডিসেম্বর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত লিপিবদ্ধ করেন। এতে বিজ্ঞ আদালত পেকুয়া থানাকে ৩দিনের মধ্যে ভিকটিমকে উদ্ধার করার আদেশ দিলেও তা করতে ব্যর্থ হয় প্রশাসন।
মেয়ে উদ্ধার না হওয়ার পেছনে থানার উদাসীনতাকে দায়ী করে তিনি আরও বলেন, পেকুয়া থানা থেকে এখন পর্যন্ত আমাদের মেয়েকে উদ্ধারের কোন তৎপরতা দেখিন। যা আমাদের চূড়ান্তভাবে হতাশ করেছে। অন্যদিকে এসআই ছিদ্দিকুর রহমান রাজনৈতিক ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে অপরাধীর পক্ষে প্রতিবেদন দাখিল করেন। সত্য আড়াল করা এ প্রতিবেদন আমার পরিবার প্রত্যাখ্যান করছে। ইতোমধ্যে বিজ্ঞ আদালতে এ প্রতিবেদনের প্রতি নারাজি দিয়েছি। এমতাবস্থায় আমাদের মেয়েকে উদ্ধার করতে আদালত পুনরায় ১০দিনের সময়সীমা বেঁধে দিলেও পুলিশ তা করতে ব্যর্থ হয়েছে। আমার মেয়েকে ফিরে পেতে আমি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিখোঁজ ছাত্রী রিনা আক্তারের পিতা ব্যবসায়ী ফরিদুল, তাঁর ছোট ভাই বেলাল উদ্দিন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.