প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২১, ৮:২২ পি.এম
‘মিছিল’ উখিয়া শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া :
কক্সবাজারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'মিছিল' উখিয়া উপজেলা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারী বিকেল ৩টায় উখিয়ার ঘাটস্থ ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় সভাপতি রাফি নুর এর সভাপতিত্বে,সংগঠনের সাধারণ সম্পাদক শামিমুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মিছিল এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন তূর্য।বিশেষ বক্তা ছিলেন মিছিল কক্সবাজার জেলা সভাপতি সাইফুদ্দিন শাওন,সাধারণ সম্পাদক রুপজয় বড়ুয়া রুপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,মানবাধিকার কমিশন উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম,পালংখালী ইউনিয়ন
আলোকিত সমাজের উপদেষ্টা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এড.আবদুল মালেক,চারু শিশ্লী অধিকার আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও কক্সবাজারের আর্ট ক্লাবের সিনিয়র সদস্য হেলাল উদ্দিন আহমেদ,নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শিক্ষা উন্নয়ন পরিষদের আহবায়ক ও তরুণ আওয়ামীলীগ নেতা এম.ছৈয়দ আলম,মানবাধিকারকর্মী ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম.গফুর,পালংখালীর তরুণ উদ্যোক্তা আসিফ ইকবাল মিশু,উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর নিসা, মিছিল কক্সবাজার সদর সভাপতি মেহেদী হাসান, মিছিল কক্সবাজারের দায়িত্বশীল অপু দাশ,সচিন দাশ শাওন,অমি দাশ,আলোকিত সমাজ পালংখালীর নেতা নুরুল আকতার শিকদার,পালংখালী ইউনিয়ন যুবলীগ নেতা,২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মুফিদুল আলম মুফিদ,তরুণ সংবাদকর্মী দেলোয়ার হোসেন টিসু প্রমুখ।
এতে আরো বক্তব্য রাখেন মিছিল উখিয়া কমিটির সিনিয়র সহসভাপতি ইসমাঈল উদ্দিন সাংগঠনিক সম্পাদক আশরাফুল মিজান রনি,শামীম,রিয়াজ উদ্দিন জিশান,উখিয়ার ঘাট ইয়াং স্টার সোসাইটি ক্লাবের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জয়,ছাত্রলীগ নেতা কামরুল প্রমুখ সহ শত-শত মিছিল উখিয়ার সদস্য এবং বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা বলেছেন,যেখানে মানবতার আহাজারী,সেখানে মিছিল,যেখানে দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত সমাজের পিছিয়ে পড়া মানুষের হাহাকার,সেখানে মিছিল হাজির হয়ে হাসি ফুটাবে।মিছিল অবহেলিত মানুষের প্রত্যাশা আর হাসির প্রতীক হিসেবে আদর্শিক সংগঠনে রুপান্তরিত হবে এমন প্রত্যাশা সকলের।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.